গলাচিপায় সকল প্রবাসীর বাসার সামনে লাল পতাকা
প্রকাশিত : ২৫ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ভ্রমণকারী ও প্রবাসীদের বাসার সামনে লাল পতাকা টানিয়েছে পুলিশ। বুধবার বেলা ১২ টায় গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৯টি বাড়িতে লাল পতাকা এবং হোম কোয়ারেন্টাইনের ব্যানার টানিয়েছে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ।
এ বিষয়ে আক্তার মোর্শেদ বলেন, আমরা প্রতিটি প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছি ও হোম কোয়ারেন্টাইনের ব্যানার লাগিয়েছি এবং নজর রাখছি যাতে তারা বাহিরে অবাধে বের না হতে পারে। হোম কোয়ারেন্টাইন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান এই কর্মকর্তা।