জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
প্রকাশিত : ৬ আগস্ট ২০২২
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বামদলীয় রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা।
বিকেলে প্রেসক্লাবের সামনে বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে তারা। শাহবাগ চৌরাস্তায় অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা।এদিকে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।
হঠাৎ জ্বালানী তেলের দাম বৃদ্ধির ঘোষণায় বন্ধ ছিল অধিকাংশ আন্তঃসিটি বাস। এতে করে গণপরিবহন সংকটে পড়েছে সাধারণ যাত্রীরা। বাসের আশায় দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। কাঙ্ক্ষিত বাস পেলেও অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার।
এদিকে,জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রত্যাহারের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে বামপন্থি রাজনৈতিক দলগুলো। বিকেলে প্রেসক্লাবের সামনে বিচ্ছিন্নভাবে জড়ো হয় নেতা কর্মীরা। দ্রব্যমূল্যের উর্ধবগতিসহ জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য জবাবদিহিতা প্রয়োজন।
রাজধানীর শাহবাগে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। গেল বছর সেপ্টেম্বরে ডিজেলের দাম বাড়লেও অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত ছিল।