চুনারুঘাটে গাঁজা সেবন কালে এক ব্যক্তি আটক
প্রকাশিত : ৩ আগস্ট ২০২২
ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ প্রতিনিধি): হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন গনকিরপার নামক স্থানে গাঁজা সেবন অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যক্তিকে আটক করা হয়।মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের গনকিরপাড় নামক স্থান হতে আকছির মিয়া (৫০)কে গাঁজা সেবন কালে আটক করে প্রশাসন।
আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬ এর ১ উপধারার সারণি ২১ অনুযায়ী ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চুনারুঘাট। সার্বিক সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।