কলাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত : ১ আগস্ট ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শোকের মাসে উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষকলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এর আগে আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম খালেক খান, পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুতুল্লাহ্ সৌরভ শিকদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।