দীর্ঘদিনের প্রাণের দাবি শিবতলা-হাসপাতাল রোড নতুন রাস্তার কাজ শুরু আগামী এপ্রিলে
প্রকাশিত : ২৫ মার্চ ২০২০
কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সদর মডেল থানার সামনে থেকে হাসপাতাল মোড় হয়ে শিবতলা পর্যন্ত ভাঙা রাস্তার কাজ শুরু হবে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে শহরের এ গুরুত্বপূর্ণ রাস্তা যানবাহন চলাচলে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও ফুলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন থেকে ভাঙ্গাচোরা এ রাস্তাটির জন্য চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছিল। তিনি আরো জানান, তবে এ সমস্যা আর থাকবে না ইনশাআল্লাহ। আগামী মাস থেকেই শিবতলা টু হাসপাতাল রোড নতুন রাস্তা তৈরির কাজ শুরু হবে। তবে করোনা ভাইরাসের কারণে অবস্থা স্বাভাবিক না হলে এখন কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, এর আগে প্রথমধাপে ইউজিপ প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার ও নতুন করে তৈরি করা হয়। শহরের খালঘাট মোড় ও শিবতলার এ রাস্তাদুটি তখন বাদ পড়েছিল। দ্রুত রাস্তার কাজগুলো শেষ হলে যোগাযোগ মাধ্যম সহজ হবে।