রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশিত : ২৭ জুলাই ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার সকাল ৯ টায় প্রথম শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৬২১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, গতকাল জালিয়াতির দায়ে ৪ জনকে সাজা দেয়া হয়েছে। আজকে নজরদারি বাড়ানো হয়েছে। জালিয়াতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৪৫ শতাংশ। মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ছিল ৯০ শতাংশ।