কালীগঞ্জে নকল প্রসাধনী বিক্রি: দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ২৫ মার্চ ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোডে নকল প্রসাধনী বিক্রি করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জে বেশ কয়েকটি দোকানে কুষ্টিয়ার ঐতুবৃ ক্রীম নকল করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা।
এসময় নকল ঐতুবৃ ক্রীম বিক্রি করার অপরাধে শহরের থানা রোডের মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঐতুবৃ’র মালিক ফজললে করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।