কলাপাড়ায় উদ্যাপন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ
প্রকাশিত : ২৪ জুলাই ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় উদ্যাপন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ । এ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় র্যালী, পুকুরে পোন মাছ অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্যাপন সংক্রান্ত উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে আলোচনা সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মাহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু, পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ির ইন্সপেক্টর মো. মোমেনুর রহমান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
এ সময় আন্তর্জাতিক গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস, ইকো ফিস-২ প্রতিষ্ঠানের সহকারী গবেষক মো.বখতিয়ার রহমানসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৎস্য চাষি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মো.আসিকুর রহমান।