ফেনী কলেজে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু
প্রকাশিত : ২৪ মার্চ ২০২০
ফেনী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। কলেজের কমিশনার জয়নাল আবদীন ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল।
বিশেষ অতিথি ছিলেন- কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. জহির উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক নুরুল আজিম ভূঞা, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ফখরুল আমিন পিন্টু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোক্তার হোসাইন, ছাত্র সংসদ ভিপি তোফায়েল আহম্মদ তপু। এ সময় আরও উপস্থিত ছিলেন- রসায়ন বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার ও সুমন ঘোষ, গণিত বিভাগের প্রভাষক লিটন চন্দ্র পাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল করিম ভূঞা কাওসার, অর্থ সম্পাদক আ.ন.ম কপিল উদ্দিন প্রমুখ।
ছাত্র সংসদ সদস্য ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহতাব উদ্দিন শাওন জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পৃষ্ঠপোষকতায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রথম ধাপে সাড়ে ৩শ হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে। কলেজের শিক্ষক-কর্মচারী ছাড়াও শহরের ট্রাংক রোডে শ্রমজীবী মানুষদের মাঝে এই স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও তৈরির প্রক্রিয়া চলছে।