কলাপাড়ায় ৬৬ জন ভূমিহীন গৃহহীন পরিবার পেলে সেমি পাকা ঘর
প্রকাশিত : ২১ জুলাই ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়খালীর কলাপাড়ায় ৬৬ জন ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে অনুষ্ঠানিভাবে ওইসব পরিবারের হাতে নির্মিত সেমি পাকা ঘরের চাবি ও জমির দলিল তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রসাশন (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) মো.সিদ্দিকুর রহমান, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.জসিম,ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.দেলওয়ার হোসন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এর আগে প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-৩য় প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গন্যমাধ্যমকর্মী ও সুবিধাভুগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলায় প্রতিবন্ধি, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবাসহ ৬৬ জন গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমি পাকা ঘর।