কলাপাড়ায় ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভা
প্রকাশিত : ২১ জুলাই ২০২২
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী পুলিশ সুপার অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পিপিএম মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.জহিরুল ইসলাম খান প্রমুখ। এসময় কলেজ শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ গমমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।