গলাচিপা বটতলা শ্রী শ্রী হরি মন্দিরে মহা প্রভু রাঁধা কৃষ্ণের বিগ্রহ স্থাপন
প্রকাশিত : ৭ জুলাই ২০২২
গলাচিপা বটতলা শ্রী শ্রী হরি মন্দিরে মহা প্রভু রাঁধা কৃষ্ণের বিগ্রহ স্থাপন
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সনাতন ধর্মের শ্রী শ্রী মহা প্রভু ভগবান শ্রী কৃষ্ণ ও শ্রী দেবী রাঁধা রানীর প্রতি শ্রদ্ধাবনত ভক্ত হয়ে নিদর্শন রাখলেন গলাচিপা কিন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বণিক ও তার ছোট ভাই বাবু দিপক কুমার (কালু বণিক) নিজ অর্থ ব্যয় করে ইন্ডিয়া থেকে , পিতলের তৈরী রাঁধা-কৃষ্ণের যুগল প্রতিমা মূর্তি, ক্রয় করে গলাচিপা বটতলা সর্ব জনীন হরি মন্দিরে শত শত ধর্ম প্রান ও হরি ভক্ত সহ কৃষ্ণ ভক্ত নর নারী, যুকব যুবতী বৃদ্ধ-বৃদ্ধা বনিতা, বাদ্যযন্ত্র শোভাকারে বনার্ট্য র্যালী করে হরি মন্দিরের পুরোহিত বাবু বাসুদেব চক্রবর্তীর কাছে ধর্মীয় শাস্ত্র মন্ত্র যজ্ঞ করে মন্দিরে প্রতি স্থাপন করে। প্রতিমা বিগ্রহ হস্তান্তর করার সময় ঐ পরিবারের লক্ষ্মী বধুরা উলোধনি দিয়ে ঠাকুরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এসময় গলাচিপা সদরের বিভিন্ন সূধি মহল সহ, সভার কর্মকর্তা নিযুক্ত বাবু উত্তম সাহা, নিল কান্ত পাল, পিজুস কান্তি, সম্ভু সাহা, বাবু গোপাল সাহা ও সাংবাদিক মিঠুন পাল সহ স্থানীয় পুলিশ র্যালী শোভাযাত্রায় সার্বিক সহযোগীতা করেণ। পারিবারিক সূত্রে জানা যায় ৪৪ কেজি ওজন এবং যার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। দীর্ঘস্থায়ী এই রাঁধা কৃষ্ণ প্রতিমা বিগ্রহ টি এই উপজেলার সর্ব বৃহৎ বিগ্রহ বলে জানা যায়।