“হৃদয়ে কাগাবলা সামাজিক সংগঠনের” উদ্যোগে ফুড প্যাক বিতরন
প্রকাশিত : ৪ জুলাই ২০২২
“হৃদয়ে কাগাবলা সামাজিক সংগঠনের” উদ্যোগে ফুড প্যাক বিতরন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: “হৃদয়ে কাগাবলা সামাজিক সংগঠনের” উদ্যোগে, বৃত্তশালী, ব্যবসায়ী, প্রবাসী ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় ৪শতাধিক ফুড প্যাক বিতরন করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জে বন্যার্ত মানুষদের মধ্যে ফুড প্যাক বিতরনের প্রথম কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলার পদিনাপুর, চাঁনপুর, গোরারাই, শেরপুর হামরকোনা ও দাউদপুর দুইশতাধিক পরিবারকে ফুড প্যাক বিতরন করা হয়।
ফুড প্যাক,বিতরনে উপস্থিত ছিলেন- ইউপি মেম্বার দেলোয়ার হোসেন,জাহাঙ্গীর আলম,দুরুদ আলী, সংগঠনের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি কামাল মিয়া, সাদিকুর রহমান, সাধারন সম্পাদক সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিজন মিয়া, আঃ আহাদ জুবায়েল আহমদ, রোয়েল আহমদ,সহ সাংগঠনিক তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রুহুল আমিন, জুয়েদ আহমদ, শিক্ষা সম্পাদক মাজেদুল হক, সাদিক আহমদ, প্রচার সম্পাদক উনেল মিয়া, বাপ্পি আহমদ, পায়েল, দপ্তর সম্পাদক শফিক মিয়া, বাবর আহমেদ, মুনায়েল আহমেদ, সদস্য- অয়ন, অনিক, ছালিক, মুলক, রুহান, সিদ্দিক, ফজর আলী,সাদিক মিয়া, জুনেল, জামিনুর, ফারুক, সাফুয়ান,তানভীর, জলিল, মুজাক্কির, কাউছার, মেরাজ, রুমেল, শিমন, পাবেল, ফয়েল, হৃদয়, আয়বুর, হুসাইন, জুনাইদ,আজমল, তুহিন, রবিন, সানোয়ার আহমদ,সাইফুর রহমান। সংগঠনের দায়িত্বশলিরা জানান- সংগঠনের উদ্যোগে, বৃত্তশালী, ব্যবসায়ী, প্রবাসী ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।