গলাচিপা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাবান পানির ব্যবস্থা করলেন পৌর মেয়র
প্রকাশিত : ২৪ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে শহরের পনেরটি পয়েন্টে সাবান ও জলের ব্যবস্থা করেছে গলাচিপা পৌরসভা। শহরের অবস্থানরত ভ্রাম্যমান মানুষের হাত পরিস্কার করার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র।
মঙ্গলবার সকালে পৌর মেয়র আহসানুল হক তুহিন পৌরসভার নয়টি ওয়ার্ডে ঘুরে পনেরটি গুরুত্বপূর্ণ স্থানে সাবান ও পানির ব্যবস্থা করেন। এ বিষয়ে আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরসভার পনেরটি পয়েন্টে সাবান পানির ব্যবস্থা করেছি যাতে সহজেই পৌরবাসী হাত মুখ ধুতে পারে। করোনায় আক্রান্ত না হয় সেজন্য দোকানে দোকানে জনসচেতনমূলক কথা বলেন।