গলাচিপা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাবান পানির ব্যবস্থা করলেন পৌর মেয়র

প্রকাশিত : ২৪ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সাথে শহরের পনেরটি পয়েন্টে সাবান ও জলের ব্যবস্থা করেছে গলাচিপা পৌরসভা। শহরের অবস্থানরত ভ্রাম্যমান মানুষের হাত পরিস্কার করার মাধ্যমে নিজেকে নিরাপদ রাখার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র।

মঙ্গলবার সকালে পৌর মেয়র আহসানুল হক তুহিন পৌরসভার নয়টি ওয়ার্ডে ঘুরে পনেরটি গুরুত্বপূর্ণ স্থানে সাবান ও পানির ব্যবস্থা করেন। এ বিষয়ে আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরসভার পনেরটি পয়েন্টে সাবান পানির ব্যবস্থা করেছি যাতে সহজেই পৌরবাসী হাত মুখ ধুতে পারে। করোনায় আক্রান্ত না হয় সেজন্য দোকানে দোকানে জনসচেতনমূলক কথা বলেন।

আপনার মতামত লিখুন :