ভেদরগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে চাঁদপুর থেকে শরীয়তপুরের যানচলাচল বন্ধ
প্রকাশিত : ২৪ মার্চ ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের যাইজ্জাহায় বেইলি ব্রিজ ভেঙ্গে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে চাঁদপুর বা ভেদরগঞ্জ থেকে ঢাকা বা শরীয়তপুর এবং ঢাকা বা শরীয়তপুর থেকে ভেদরগঞ্জ বা চাঁদপুরগামী যানবাহন আটকা পড়ে।
গত ২৪ই মার্চ (মঙ্গলবার) দুপুর ১২:৩০ মিনিটের সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের যাইজ্জাহার নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় ঢাকা -চাঁদপুরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানিয়রা ও পুলিশ প্রশাসনের চেষ্টায় দ্রুত যানচলাচলের জন্য উপযোগী করার চেষ্টা করা হয়।
স্থানীয় আবুল কাশেম(৫২) জানান, এই ব্রিজটি প্রায়ই ভেঙ্গে যায়। প্রশাসন জোড়াতালি দিয়ে যানচলাচলের উপযোগী করলেও তা বেশিদিন স্থানী হয় না। তিনি স্থানীয় জনপ্রতিনিধির প্রতি অনুরোধ করেন যাতে ব্রিজটি নতুন করে তৈরি করার ব্যবস্থা করেন।