প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজ জয়
প্রকাশিত : ২৬ জুন ২০২২
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৬-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করেছে সফরকারী মালয়েশিয়া। খেলার শুরু থেকেই আক্রমণের মেজাজে ছিল বাংলাদেশের মেয়েরা। খেলার ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক বাংলাদেশ। আঁখি খাতুনের বাঁ পায়ের জোড়ালো শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ দলের গোলরক্ষক। ১২ মিনিটে ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে ব্যর্থ হন মাসুরা পারভিন।
আর ১৮ মিনিটে সাবিনার নেয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মালয়েশিয়া। নিজেদের রক্ষণ সামলে নিয়ে আক্রমণে উঠে সফরকারীরা। কয়েকটি আক্রমণ শানালেও বাংলাদেশের রক্ষণ দেয়ালে তা প্রতিহত হয়েছে।