কলাপাড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত : ১০ জুন ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে শুক্রবার সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান মো.আবি শাহানুর খান ভোটগ্রহণ কর্মকর্তাদের ইভিএম সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা খালিদ বিন রউফ, কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ এবং সহকারী মো.আল আমিন।
কর্মশালায় উপজেলার লতাচাপলী এবং ধুলাসার ইউনিয়নের নির্বাচনে দ্বায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহ-সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা সহ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।