শার্শায় বাঁশ বাগানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : ১০ জুন ২০২২
মো. মাসুদ রানা, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোন এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।
তাত্ক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারন বলতে পারিনি নিহত সাজুর পরিবার।
স্থানীয় ইউপি সদস্য মো: শাহিন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারনে সে আত্মহত্যা করেছে এখনি বলতে পারছিনা।
এ বিষয়ে শার্শা থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং লাশ পোস্টমর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।