বিএমএসএস’র নির্বাহি সদস্য হলেন সাংবাদিক রাসেল ইসলাম
প্রকাশিত : ১ জুন ২০২২
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটিতে গ্লোবাল টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি মো. রাসেল ইসলামকে নির্বাহি সদস্য করে তালিকা প্রকাশ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবার।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি’র এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটি’র নির্বাহি সদস্য হওয়ায় সাংবাদিক রাসেল ইসলাম বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটিতে আমাকে নির্বাহি সদস্য নির্বাচিত করায় প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সকল সাংবাদিকদের প্রতি রইল শুভকামনা।