মোবাইল কোর্টে ১১টি মামলা দশমিনায় ৯হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনায় সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনের সড়কে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল এ কোর্ট পরিচালনা করেন। এ সময় ১১টি মামলায় ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।