পটুয়াখালীর কলাপাড়ায় নয় ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত : ২৩ মার্চ ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৩মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৯ ব্যবসায়ীকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেমবার শেষ বিকলে উপজেলার আলীপুর বাজারের আটটি মুদি দোকানীকে ২৫ হাজার ৫০০ ও হাজীপুরের কবির স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্য মূল্যের তালিকায় গড়মিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। অভিযান চলাকালীন সময় ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনার প্রভাবকে কাজে লাগিয়ে গত তিনদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে।

 

আপনার মতামত লিখুন :