ফ্রেঞ্চ লিগে রাতে ড্র করলেই চ্যাম্পিয়ন পিএসজি
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২
ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিতের ম্যাচে আজ রাতে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন। ঘরের মাঠে পিএসজির প্রতিপক্ষ লেন্স। আজকের ম্যাচে ড্র করলেই এক মৌসুম পর আবারও লিগ টাইটেল পুনুরুদ্ধার হবে ফরাসী জায়ান্টদের। খেলা শুরু রাত একটায়। এখন পর্যন্ত লিগে ৩৩ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি। দুইয়ে থাকা মার্সেইর পয়েন্ট ৬২। দুই দলের বাকি ৫টা করে ম্যাচ। অলিম্পিক মার্সেই যদি লিগের বাকি সবগুলো ম্যাচেও জিতে যায় তবে ওদের পয়েন্টও হবে পিএসজির সমান ৭৭।
তাই আজ রাতে পচেত্তিনোর ছেলেরা ড্র করলেই ৪ ম্যাচ হাতে রেখেই হয়ে যাবে চ্যাম্পিয়ন। রাতে নেইমারদের খেলা টেবিলের ৭ নম্বর দল লেন্সের বিপক্ষে। শেষ তিন ম্যাচে যাদের সাথে প্যারিসিয়ানদের জয়, হার ও ড্র সমান একটা করে। চলতি লিগে শেষ ৫ ম্যাচে পিএসজির সমান লেন্সেরও জয় ৪টা, হার ১টা। মাইনর ইনজুরিতে লিগ ওয়ানে শেষ ম্যাচটা মিস করেছেন মেসি। তবে রাতে পূর্ণ শক্তি নিয়েই নামার সম্ভাবনা বেসি লিগের সফলতম দলটার।