করোনা: ভক্তদের জন্য প্রিয়াঙ্কা-নিকের আর্জি
প্রকাশিত : ২৩ মার্চ ২০২০
বিশ্বজুড়ে করোনা আতঙ্কে জীবন কাটছে মানব সম্প্রদায়ের মাঝে। মারণ এ ভাইরাসের হাত থেকে বাঁচতে যেমন বার বার করে হাত ধুয়ে ফেলতে হবে, তেমনি ঘরের ভিতর থাকতে হবে একেবারে বন্দি হয়ে। করোনার হানাদারি রোধ করতে নিজেদেরকে বন্দি করে ফেলেছেন তারকারাও।
করোনা থেকে বাঁচতে দীপিকা থেকে আনুষ্কা কিংবা প্রিয়াঙ্কা চোপড়া, প্রত্যেকে নিজেদেরকে বন্দি করেছেন ঘরের মধ্যে। বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাসের সঙ্গেই পিগি রয়েছেন বিদেশে। ফলে ভক্তদের আশ্বস্ত করতে এবং সতর্ক করার জন্য নিকের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে ভক্তদের সাবধানে থাকার আর্জি জানান পিগি চপস। প্রিয়াঙ্কার পাশাপাশি নিক জোনাসকেও দেখা যায় সতর্কতার বার্তা দিয়ে।
উল্লেখ্য, বিয়ের পর পরিচালক সোনালি বোসের সিনেমা দিয়ে বি টাউনে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। দ্য স্কাই ইস পিঙ্ক-এর পর বর্তমানে হোয়াইট টাইগার নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং শুরু করেন প্রিয়াঙ্কা। কিন্তু করোনা আতঙ্কের জেরে বর্তমানে সেই শুটিং বন্ধ করে নিকের সঙ্গে বন্দি রয়েছেন ঘরের ভিতর।