পহেলা বৈশাখ উপলক্ষে কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পহেলা বৈশাখ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় এ শোভাযাত্রাটি বের হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এরপর স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।