নানা আয়োজনে দশমিনায় বাংলা নববর্ষ বরণ
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২
দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালী দশমিনায় নানা আয়োজনে উপজেলা প্রশাসন নববর্ষ ১লা বৈশাখকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে একটি শোভা যাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শুরুরস্থলে এ শেষ হয়।
এ মঙ্গল শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী, সংস্কৃতিক সংগঠন, সমাজিক সংগঠনের সদস্য, বিভিন্ন বয়সের নারী-পুরুষ, কিশোর-কিশোরী গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য প্রদর্শন করে শোভাযাত্রায় অংশ গ্রহন করে নতুন বছরকে বরণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা অনুসঙ্গ তুলে ধরা হয়। পরে বৈশাখী মেলার উদ্বোধন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।