শার্শায় ভারতীয় গাঁজা সহ আটক ১
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২২
মো. মাসুদ রানা,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ শুকুর আলী গাজী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার রাতে শার্শা থানাধীন পান্তাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শুকুর আলী পান্তাপাড়া গ্রামের মৃত সদর গাজীর ছেলে।
এ বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ শুকুর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।