রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

প্রকাশিত : ২ এপ্রিল ২০২২

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ রবিবার থেকে মাসব্যাপী রোজা রাখা শুরু করবেন। এ ছাড়া, রমজানের চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, আগামী ২৮ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। আজ রাত থেকে তারাবির নামাজ শুরু হবে।

 

আপনার মতামত লিখুন :