জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবীতে কর্মবিরতি
প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ২ ঘন্টা ব্যাপি কর্মসূচি পালণ করেছে বাকাসস মৌলভীবাজার জেলা শাখা আজ ২০ জানুয়ারী সকালে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) জেলা শাখার সভাপতি ( ভারপ্রাপ্ত) এ.কে সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় কর্মবিরতিতে অংশ গ্রহণ করেন- সংগঠনের সহ-সভাপতি বিশ্বজিৎ ভট্রাচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক তপন কান্তি ধর, সহ-সাধারণ সম্পাদক কমল পদ দে, সাংগঠনিক সম্পাদক মোঃ সিতু বকত, সহ-সাংগঠনিক সম্পাদক নির্মল দেব, অর্থ সম্পাদক এম.এ কাওছার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, প্রচার সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাহিত্য সম্পাদক মোঃ মিছির মিয়া, পাঠাগার সম্পাদক মোঃ আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক আব্দুল ছালেক, সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু দেবরায়, ধর্মীয় সম্পাদক মোঃ আব্দুর রব, নির্বাহী সদস্য পরশমনি দেব, মোঃ মোখলেছুর রহমান, সুব্রত ধর, মোঃ জহির উদ্দিন, মোঃ শওকত আলী, অমিত লাল গোপ, তপন শর্মা, বিনয় রায়, বাদশা মিয়া, সালাম বখস, জহির উদ্দিন, বিদ্যামণি সিংহ, এমএ কাওসার, আবুল কাশেম, মাহবুবুল আলম, মোঃ সুলতান মিয়া, দিজেন্দ্র দাশ ও এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন- কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শান্তিপূর্ণ ভাবে আমরা এ কর্মসূচী পালণ করছি। আমাদের যৌতিক দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরে যাবনা। এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৮ মার্চ ঢাকা প্রেসক্লাবে মহা সমাবেশের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। নেতৃবৃন্দরা জানান- মাঠ পর্যায়ে পদবী পরিবর্তনের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবী করে আসলেও অধ্য পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোধন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা।
জনপ্রশাসন মন্ত্রনালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিঠির বিভিন্ন সময়ে সুপারিশ থাকা সত্তেবও উক্ত কার্যালয়ের ১৩তম গ্রেডের অফিস সুপার, সিএ কাম ইউডিএ, প্রধান সহকারী, টেজারী হিসাব রক্ষক ও উচ্চমান সহকারীদেরকে ১০ গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে, ১৬তম গ্রেডের প্রাপ্ত অফিস সহকারী ও সমপদধারীদেরকে পদবী পরিবর্তন করে ১১তম গ্রেডের সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীতকরণ করা হয়নি। বক্তারা আরো বলেন- মাঠ প্রশাসনে জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে বিশাল এ কর্মযজ্ঞের সিংহভাগ কাজ করেন সহকারীগণ।