অভিনয় নিয়ে কাটাছেঁড়াও করি অনেক: বিদ্যা বালান
প্রকাশিত : ২৭ মার্চ ২০২২
সাফল্য পেতে অনেকেই বাছবিচার করে কাজ করেন। কারও আবার কাজের বিষয়ে থাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি। বলিউড অভিনেত্রী বিদ্যা বালান তাদেরই একজন; যিনি কখনও স্রোতের জোয়ারে গা ভাসান না। গল্প, চরিত্র, নির্মাতা- সবকিছু যাচাই-বাছাই করেই অভিনয় করেন। কিন্তু তার এই বাছবিচার কি সব সময় সঠিক ছিল? এবার এই প্রশ্নেরই জবাব দিয়েছেন বিদ্যা।
তিনি স্বীকার করেছেন, অভিনয় ক্যারিয়ারে ছবি নির্বাচন নিয়ে তারও কিছু ভুল হয়েছে। যেজন্য ‘হেই বেবি’, ‘কিসমত কানেকটিং’ ছবির সাফল্যও তাকে আত্মতৃপ্তি দেয়নি। বিদ্যার কথায়, সে সময় অভিনয়ে ঝুঁকি নিতে চাইনি বলেই এই দুটি ছবিতে গ্ল্যামার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এসব ছবির চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারিনি।
তাই ছবির সাফল্যও আমাকে খুশি করতে পারেনি। অবশ্য তখনকার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ তখন যদি ছবি নির্বাচনে ভুল না হতো, তাহলে অভিনয়ে বারবার নিজেকে ভেঙে নতুন করে তুলে ধরার মানসিকতা তৈরি হতো না। কাজের বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসও পেতাম না।
অভিনয় নিয়ে বিদ্যা আরও বলেন, কোনো চরিত্রে অভিনয় করার আগে তা নিয়ে আলাদা করে ভাবি। অভিনয় নিয়ে কাটাছেঁড়াও করি অনেক। এ জন্য সেসব চরিত্র বাছাই করি, যেখানে নিজেকে আরও নতুনভাবে তুলে ধরা যাবে। অভিনীত চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে পারাকেই বড় সাফল্য বলে মনে করি।