সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট
প্রকাশিত : ২৬ মার্চ ২০২২
হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বনাম উপজেলা প্রশাসন এর ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার প্রসাশনের আয়োজনে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এতে মুক্তিযোদ্ধা কমান্ড ০-৩ গোলে বিজয় লাভ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী গন উপস্থিত ছিলেন।