পুরোনো সিনেমার ডিজিটালি সংরক্ষণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ২৩ মার্চ ২০২২
হাল প্রযুক্তির আওতায় নিয়ে আসতে হবে দেশের পুরোনো সিনেমাগুলোকে। ডিজিটাল পদ্ধতিতে নতুন করে সংরক্ষণ করলে আবারও এই সব সিনেমা দর্শক দেখতে পাবেন। তাই ডিজিটালি সংরক্ষণের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সম্মেলনের কেন্দ্রের এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য এ সময় দুঃখপ্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চলচ্চিত্রের জন্য একটা আর্কাইভ করে দিয়েছি, ট্রেনিং ইনস্টিটিউট করে দিয়েছি, পাশাপাশি পুরোনো সিনেমাকে ডিজিটালাইজ করে সেগুলোকে নতুনভাবে উপস্থাপনের ব্যবস্থাও নেওয়া দরকার। সেটা আমরা সীমিতভাবে নিয়েছি। আমি মনে করি আরও নেওয়া দরকার।