ডামুড্যায় জরিমানা করে প্রবাসীদের ‘হোম কোয়ারেন্টিন’ মানাতে বাধ্য করছেন প্রশাসন
প্রকাশিত : ২৩ মার্চ ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় দিনে দিনে আতঙ্ক বেড়েই চলেছে।
অধিকাংশদের দাবি ডামুড্যার বিভিন্ন স্থানে প্রবাসীরা অবাদে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনও নেই বসে প্রতিদিনি তারা অভিযান পরিচালনা করছেন পাশাপাশি জরিমানা। গত ২২ই মার্চ (রবিবার) হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় ২ ব্যক্তিকে ২২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
অর্থদন্ড প্রাপ্তরা হচ্ছেন দুবাই প্রবাসী মোহাম্মদ আলী (৩৮) ও ওমান প্রবাসী বাপ্পি মাদবর (২৫)। মোহাম্মদ আলী ধানকাঠি ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে। অন্যজন বাপ্পি মাদবর ডামুড্যা পৌর সভার কুলকুড়ি গ্রামের মৃত মোস্তফা মাদবরের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯টায় হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি হান্নান ঢালী (৪৮) ডামুড্যা পৌর সভার ধুপখোলা এলাকার আবুল কালাম ঢালী ছেলে।
তিনি সৌদি প্রবাসী। গত ১৫ মার্চ তিনি বাংলাদেশে আসেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এই জরিমানা করেন।তিনি বলেন, এই অভিযান চলবে ততদিন যতদিন না এই ভাইরাসের সংক্রমণ না কমে।