জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে ১০২টি গাছের চারা রোপণ

প্রকাশিত : ১৮ মার্চ ২০২২

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। বৃহস্পতিবার সকলে শহরের মহিষাকুন্ডু এলাকায় সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়।

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে ১০২ টি ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। পরে শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সহকারী পরিচালক গোলক মজুমদার, শহর সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

 

আপনার মতামত লিখুন :