চন্দনাইশে চার হাজার পিস ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত : ১৬ মার্চ ২০২২
চট্টগ্রামের চন্দনাইশে ৪ হাজার পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌস (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক জান্নাতুল ফেরদৌস কক্সবাজার জেলার রামু থানার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনা (টিলাপাড়া) এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী।
মঙ্গলবার (১৫ মার্চ) চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আটক জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।