এমপি শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা দিলেন চেয়ারম্যান মুকুল
প্রকাশিত : ১০ মার্চ ২০২২
বেনাপোল প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা দিলেন ১নং ডিহি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল এক অনুষ্ঠানের মাধ্যমে এমপি শেখ আফিল উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়।
১ নং ডিহি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি সালেহ আহমদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ প্রমুখ।