ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশিত : ৯ মার্চ ২০২২
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: নানা কর্মসুচির মধ্য দিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে ঝিনাইদহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগ নেয়। এ উপরক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহর ঘুরে আবার জেলা প্রশাসকের দপ্তরে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য খালদা খানম, জেলা প্রশাসক জনাব মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক তমান্নাজ খন্দকার বক্তব্য রাখেন।