মহেশপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ২৩ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার র‌্যাব ১০১ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাজাসহ রমজান আলী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রমজান আলী মহেশপুরের কৃষ্ণপুর বদ্দোপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ বজলুর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে। তার কাছ থেকে র‌্যাব ১০১ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ০১টি মোবাইল সেট ও ০২টি সীম কার্ড উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ও ১০(ক)/১৯(ক) ধারার মামলা করা হয়।

আপনার মতামত লিখুন :