নোবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত : ৮ মার্চ ২০২২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। কেক কাটা শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘নারীদের সবসময় সম্মানের চোখে দেখতে হবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক বিপ্লব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, পরিচালক আইআইএস অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) মো. জসীম উদ্দিন, সহকারী রেজিস্ট্রার জনসংযোগ ও প্রকাশনা দপ্তর রায়হান কায়সার হাশেম প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :