ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশিত : ৭ মার্চ ২০২২
“মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় ভোটার দিবস পালিত। এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে নির্বাচন অফিসে এসে শেষ হয়। র্যালি শেষে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ আবু সালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মশিউর রহমান। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এন এম শাহ্জালাল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানের নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়।