মৌলভীবাজারে শ্রেষ্ঠ পুলিশ অফিসার এএসআই মোঃ মাহবুবুল আলম
প্রকাশিত : ৭ মার্চ ২০২২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার এএসআই মোঃ মাহবুবুল আলম। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদÐের ভিত্তিতে প্রতিবারের ন্যায় ফেব্রæয়ারি-২০২২ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আজ ৬ মার্চ মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র নিকট হইতে তিনি জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে পুরস্কার গ্রহণ করেন।
জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী পুলিশ অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় ও পুরস্কার প্রাপ্তিতে অনন্য অবদান রাখায় ধন্যবাদ জানান মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) ও সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সসহ সকলকে।