রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সালমান এফ রহমান
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে বৃহৎ শিল্পের উন্নয়নে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, সরকারের বিভিন্ন নীতি নির্ধারণে নেতৃস্থানীয় ভূমিকা রাখছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো। ব্যবসায়িক কর্মকাণ্ডে এসব ব্যাংকের সহযোগিতা না থাকলে বৃহৎ শিল্প-কারখানাগুলো এত দূর আসতে পারতো না।
রোববার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জনতা ব্যাংকের বেস্ট এক্সপোর্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ব্যাংকিং সেবার নিশ্চয়তা প্রদানে তরুণ ব্যাংকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম আজাদ।