গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বেলা ২ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারাগাছ ও চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা।
প্রধান অতিথি বকুল বাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর খানের হাতে চৌরাশি হাজার তিনশত দশ টাকার চেক তুলে দেন। পরে বাগানের উপকার ভোগী ৩৭ জন সদস্যদের প্রত্যেকের হাতে বাইশ হাজার সাতশত ছিয়াশি টাকার চেক প্রদান করেন। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ উপকূলীয় এলাকায় জলবায়ূর বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্ , আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মাজিয়া নিতু, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টাস ক্লাব এর সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা মোঃ মশিউর রহমান, গলাচিপা ইউনিয়ন পক্ষিয়া বিট কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান গন বাগানের উপকার ভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। গলাচিপা বন বিভাগের বিট কর্মকর্তা মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল প্রতিষ্ঠানে এক বছর পর্যন্ত চারাগাছ বিতরণ চলবে।