গলাচিপায় জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতন মূলক মাইকিং

প্রকাশিত : ২২ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালী জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতন মূলক মাইকিং করা হয়েছে। রবিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা বাবু অনিমেষ কান্তী হাওলাদার জানান, বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিদেরকে হোম কোয়ারন্টাইনে থাকার নির্দেশনা দেয়া সহ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে মাইকিং করার হচ্ছে।

এ ছাড়াও যারা বিদেশ থেকে ফিরে এসে হোম কোয়ারন্টাইনে না থেকে বাহিরে ঘোড়া ফেরা করছেন। তাদেরকে হোম কোয়ারন্টাইনে থাকতে বা থানা পুুলিশের সহোযোগিতা নিন। নিদের্শনা অমান্য কারিকে আইনের আওতায় আনতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা সহ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

আপনার মতামত লিখুন :