কলাপাড়ায় দুই দোকানির জরিমানা
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে পৌর শহরের কাঁচা বাজার এলাকার মেসার্স শেখ বাণিজ্যালয়ের ফাহাদ শেখকে ১০ হাজার টাকা ও মুদি দোকানি রাসেল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্য মূল্যের তালিকায় গড়মিল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এ অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। তিনি এ সময় কয়েক ব্যবসায়ীকে সতর্ক করেন।
কলাপাড়ার সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, করোনার প্রভাবকে কাজে লাগিয়ে গত তিনদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন তৎপর রয়েছে।