গলাচিপায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে দিন ভর পুলিশের তদারকি

প্রকাশিত : ২২ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রন এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন গলাচিপা থানা পুলিশ। রবিবার দিনভর গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ থানার অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারের নিত্যপণ্যের দামের তদারকি করেন। তিনি বিভিন্ন হাট-বাজারের মুদি-মনোহরী ও চালের দোকান গুলো পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ক্রেতাদের উদ্দেশ্যে করোনা নিয়ে আতঙ্কীত না হবার আহবান জানিয়ে বলেন। করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি এবং গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশে কোনো কিছুর ঘাটতি নেই। কেউ কোনো গুজবে কান দিবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে সকলে সচেতন হন। গুজবের মাধ্যমে করোনা ভাইরাজে অযুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে আতঙ্ক তৈরি যাতে না হয় সে জন্য পুলিশ মাঠে কাজ করছে।

 

আপনার মতামত লিখুন :