করোনা সচেতনতা ও বাজার নিয়ন্ত্রনে কলাপাড়ায় পুলিশের ক্যাম্পেইন
প্রকাশিত : ২২ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২২মার্চ।। পটুয়াখালীর কলাপাড়ায় বিদেশ ফেরত ৮৭ জনকে নিজ বাসায় কোয়ারেন্টাইন নিশ্চিত করে বাসার সামনে স্টিকার লাগিয়ে দিয়েছে প্রশাসন। তাদের চলাচল সীমিত করে দিয়েছে।
এছাড়া রবিবার দুপুরে বাজারে মূল্যবৃদ্ধি রোধে ব্যবসায়ীদের সতর্ক হতে মাইকিং করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পৌর শহরের কাঁচাবাজার ও মাছ বাজারে এ মাইকিং করেন। এ সময় মাছ ব্যবসায়ীদের গ্লোবস পড়ে মাছ বিক্রির নির্দেশ দেন।