মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্য অধিকার সম্পর্কে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে তথ্য অধিকার আইন সম্পর্কে জেলাস্থ অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিসের হলরুমে আজ ১৩ ফেব্রæয়ারী সকালে। মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আইয়ুব আলী‘র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ (মাদক-১ ও ২ শাখা) এর উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া।
বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার রেডিও পল্লীকণ্ঠ এর সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্য তথ্য অধিকার আইন সম্পর্কে জেলাস্থ অংশীজনদের অবহিত করেন।
সেবা প্রত্যাশী গ্রাহকদের আরও সচেতন হওয়ার আহবান জানিয়ে ভোগান্তির কারণ হিসাবে ভূল তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন,পুলিশ প্রতিবেদন বিলম্বে/প্রতিকুলে হলে,এনআইডি/জন্ম সনদে ভূল থাকলে বা এনআইডি/জন্ম সনদ সংশি¬ষ্ট সার্ভারে না থাকলে, বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি, জন্ম সনদে কোন তথ্য গড়মিল হলে, পূর্বের পাসপোর্ট নম্বর (যদি থাকে) আবেদনে উলে¬খ না করলে, পূর্বের যে কোন আবেদন অনিম্পন্ন রেখে নতুন করে আবেদন করলে, পূর্বের কোন পাসপোর্ট/ আবেদন সার্ভারে প্রত্যাহার হলে,কারো একাধিক পাসপোর্ট সক্রিয় থাকলে, আবেদিত তথ্য সার্ভারে বিদ্যমান তথ্যের সাথে মিলে গেলে কিংবা আবেদনকারীর চেহারা অন্য কারো সাথে মিলে গেলে, কোন আবেদন এ অপেক্ষমান থাকা একাধিক কারণ হিসাবে সেবা নিতে লোকজনদের ভোগান্তির কারণ হিসাবে উল্লে¬খ করেন। মতবিনিময় সভায় সেবা প্রত্যাশী গ্রাহক, সাংবাদিকসহ অন্যান্য দায়িত্বশীল লোকজন উপস্থিত ছিলেন।