কলাপাড়ায় সাজাপ্রাপ্ত পাঁচ পলাতক আসামি আটক
প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পাঁচ জন পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বাবুল চৌকিদার, রাজু, জাহিদুল মৃধা, আবুল কাশেম,আলাউদ্দিন সরদার। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মহিপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।