প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিল যুবক
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২
জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে মামুন নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে। পারিবারিক অশান্তি, দুশ্চিন্তা থেকে তিনি গায়ে আগুন দিয়েছেন বলে ওই যুবক জানায়। এ ব্যাপারে শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে।
তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যা মামলা হবে। পুলিশ তার পরিচয় সম্পর্কে বলেন, তার নাম মামুন (২৮), তিনি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার বাড়ি শাবো গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।