রাঙ্গাবালীতে নিরাপদ ও বিশুদ্ধ শুটকি উৎপাদন সামগ্রী বিতরণ
প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ইউএসএআইডি এর অর্থায়নে ইকোফিশ-২ প্রকল্পের আওতায় নিরাপদ ও বিশুদ্ধ শুটকি উৎপাদনের লক্ষ্যে কাঁচা মাছ, মাচা, মশারী, গ্লাভস, ড্রাম ও অন্যান্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০ টায় ইউনিয়নের বউ বাজার এলাকায় স্থানীয় ইউনিয় প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্যব্যাক্তিদের উপস্থিতিতে এই বিতরণ সম্পন্ন হয়। প্রকল্পের গবেষণা সহকারী মোনাইম হোসাইন বলেন ” প্রকল্পের অধীনে নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত এলাকার অন্তর্র্বতী আরো ২ টি উপজেলায় প্রথম ধাপে ৬৫ টি জেলে পরিবারে এই সহায়তা প্রদান করা হয়েছে যা তাদের বিশুদ্ধ ও মানসম্পন্ন শুটকি উৎপাদন এবং আয় বৃদ্ধিতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।”
ইকোফিশ-২ প্রকল্প ২০১৪ সাল থেকেই উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়ন, সামুদ্রিক জীববৈচিত্র রক্ষা এবং সুনীল অর্থনীতি ভিত্তিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।